প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে রেইনবো কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধন ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সংলগ্ন রেইনবো কিন্ডারগার্টেন স্কুলে এ উদ্বোধন অনুষ্ঠান ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রেইনবো কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মুহাঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালতলী উপজেলার নির্বাচন কর্মকর্তা মোসাঃ রুমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সিদ্দিকুর রহমান বাপ্পি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ অহিদুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান বাপ্পি, মোঃ রফিকুল ইসলাম অন্তর, সাংবাদিক এম. মিলন এবং অভিভাবক এনায়েত হাওলাদার প্রমুখ। রেইনবো কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মুহাঃ আবু বকর ছিদ্দিক বলেন, ‘দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।
শিশুদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘আধুনিক ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রেইনবো কিন্ডারগার্টেন কার্যক্রম অব্যাহত থাকবে’ সবশেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।





