শিক্ষকরা বাসা বা অন্য স্থানে কোচিং দিলে গ্রেপ্তার: ডিসি মোস্তাক আহমেদ

0
শিক্ষকরা বাসা বা অন্য স্থানে কোচিং দিলে গ্রেপ্তার: ডিসি মোস্তাক আহমেদ

প্রেসনিউজ২৪ডটকমঃ সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানিয়েছেন, শিক্ষার মানোন্নয়নে যদি কোনো শিক্ষক বাসা বা অন্য স্থানে কোচিং পরিচালনা করেন, মোবাইল কোর্টের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “শিক্ষার মনোনয়ন করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

সভায় জেলার অনার্স ও মাস্টার্স কলেজ এবং ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম’সহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ।

ডিসি মোস্তাক আহমেদ বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।তিনি আরও বলেন, কোচিং বর্তমানে একটি ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোনিবেশ করানো জরুরি। এছাড়া ধূমপান প্রতিরোধ, নকলমুক্ত পরীক্ষা ও ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here