“সাতক্ষীরার মোঃ আলামিন শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর”

0
“সাতক্ষীরার মোঃ আলামিন শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর”

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা মাস্টার ট্রেইনার ও জেলা অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মোঃ আলামিন কনটেন্ট ৪২৩ টি, ছবি ৩২৬টি, ব্লগ ৫৪৫টি, ভিডিও ক্লাস ২৫৩ টি সহ শিক্ষামূলক ভিডিও ও অনলাইন ক্লাস কনটেন্ট তৈরি করেছেন। তাঁর কন্টেন্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সমৃদ্ধ করেছে এবং সহকর্মী শিক্ষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়েছে।
শিক্ষক বাতায়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মোঃ আলামিনের এই সাফল্য তাঁর নিষ্ঠা, সৃজনশীলতা এবং শিক্ষাদানে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির স্বীকৃতি। শিক্ষক বাতায়নে তাঁর তৈরি কনটেন্ট পেশাদার উৎকর্ষতার এক নজির স্থাপন করেছে।
মোঃ আলামিন বলেন, “আমি সেরা হওয়ার জন্য কাজ করি নি, বরং শিক্ষার্থীদের সাহায্য করার উদ্দেশ্যেই কনটেন্ট তৈরি করেছি। আমি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও দেশের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব।”
শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd) শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষামূলক কন্টেন্টের প্রচারের জন্য কাজ করছে। দেশের প্রায় ৫৫ লাখ শিক্ষক এতে যুক্ত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here