প্রেসনিউজ২৪ডটকমঃ আজ ২১ আগস্ট বৃহস্পতিবার বেলা ৩ টায়, ৩টি সদস্যপদ খালি রেখে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি পূণর্গঠন করা হয়। কমিটি পূণর্গঠনের সময় আহ্বায়ক ছাত্রনেতা মৌমিতা নূর বলেন,গণতান্ত্রিক ক্যাম্পাস,ছাত্রবান্ধব এবং সমতার ক্যাম্পাস নির্মানে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা কাজ করবে। নারায়ণগঞ্জ কলেজ হবে ছাত্রদের গুণগত পরিবর্তন এবং বিকাশের ক্যাম্পাস। লেজুড়বৃত্তি মুক্ত,গণতান্ত্রিক,শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্র ফেডারেশন প্রতিজ্ঞাবদ্ধ।
কমিটি পরিচিতি-
আহ্বায়ক:মৌমিতা নূর
যুগ্ম সম্পাদক :অপুর্ব রায়
সদস্য সচিব:শেখ সাদী
যুগ্ম সদস্যসচিব:তাহমিদ আনোয়ার
সদস্য: হুমায়রা(অর্থ)
সদস্য:শান্ত চক্রবর্তী (পাঠচক্র)
সদস্য: মুয়াজ সাফাত(প্রচার)
সদস্য:মোস্তাফিজুর রাফি
সদস্য: কো-অপ্ট
সদস্য: কো-অপ্ট
সদস্য: কো-অপ্ট





