প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে খেয়াঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে পা ফসকে শীতলক্ষ্যা নদীতে পড়ে গিয়ে রিজোয়ান (২৩) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ মে) বিকেল ৫টার দিকে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজোয়ান বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের কদম রসুল কলেজ সংলগ্ন দক্ষিণ মাঠপাড়া এলাকার বাসিন্দা সামসুল আলম পোকন মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় শীতলক্ষ্যা নদী থেকে রিজোয়ানের মরদেহ উদ্ধার করে। এ সময় সদর নৌ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিজোয়ান প্রয়োজনীয় কাজে নদী পার হচ্ছিলেন। খেয়া পার হওয়ার সময় অসাবধানতাবশত তার পা ফসকে গেলে তিনি নদীতে পড়ে যান। সাঁতার না জানার কারণে তিনি গভীর পানিতে তলিয়ে যান।





