ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ সদর উপজেলার ফতুল্লার ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লুৎফুন জনীন মিমি।

সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, শিক্ষার্থীদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মতিনুল ইসলাম মতিনের শুভেচ্ছা বক্তব্যে এলাকার সকল মুরুব্বি, যুবসম্প্রদায় ও সামাজিক ব্যাক্তিত্বদের ধন্যবাদ জানান। তিনি বলেন আপনারা আমার এবং আমাদের স্কুলের অনুপ্রেরণা। আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ।

আরো বক্তব্য রাখেন এই এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবক রুহুল আমিন সিকদার, শিক্ষানুরাগী সমাজসেবক মো. সেলিম মুন্সি, আবুল বাশার। উপাধ্যক্ষ উম্মে খালেদা লিপির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ব্রাইট স্কুলের পরিচালক মাহবুবর রহমান রানা, বিশিষ্ট সমাজসেবক অলিউল্লা খোকন, নজরুল ইসলাম, মজিবুর রহমান, রওশন আক্তার ও নজরুল ইসলাম নজা প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here