সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

0
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক শিক্ষার্থী আহত হয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী নিহত দ্বীন ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার হারুন সর্দারের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দ্বীন ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের সহপাঠী মিরাজ জানান, দুপুরের দিকে দ্বীন ইসলাম বন্ধু আরমিনকে নিয়ে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল চালাচ্ছিল।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here