বন্দরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন

0
বন্দরে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মদনপুর-মদনগঞ্জ সড়কে ক্রমাগত দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে।

তারা সড়ক দুর্ঘটনায় নিহত আসাদ মিয়ার পরিবারসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি পুনর্বাসনের দাবি জানান। এ ছাড়া সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত ট্রাফিক পয়েন্ট ও সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, আগামী ৭ দিনের মধ্যে সড়কের শৃঙ্খলা ফিরে না এলে তারা সড়ক অবরোধের কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক সাকিল হোসেনের নেতৃত্বে এই মানববন্ধনে অংশ নেন সড়ক দুর্ঘটনায় নিহত অটো চালক আসাদ মিয়ার পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক রিফাত হোসেন অন্তু, হৃদয় ভূঁইয়া, শিথিল ভূঁইয়া, সিফাত হোসাইন, আমিনুল সিফাত, নিহত আসাদ মিয়ার স্ত্রী ও পুত্র।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here