গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

0
 গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রেসনিউজ২৪ডটকমঃ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের না হওয়ার জন্য ৪ বার চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গুচ্ছ পদ্ধতিতে থাকা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী জানিয়েছেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত একটি সভায় ২১টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারও গুচ্ছ ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩তম জরুরী একাডেমিক কাউন্সিল মিটিংয়ে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ইতোপূর্বে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত আমাদেরকে ৪ বার চিঠি পাঠানো হয়। যাতে আমরা এবারের মতো অন্তত গুচ্ছে থাকি।

সেজন্য এবার হয়তো আমরা গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিবো। তবে সে সিদ্ধান্ত শীঘ্রই একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকে অফিসিয়ালি জানানো হবে। উল্লেখ্য, গত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here