প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে অত্র স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান সহকারী শিক্ষক (প্রভাতী শাখা) পারভীন আক্তার জোতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. বেলায়েত হোসেন, সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন ও সহকারি শিক্ষক রমা রায়সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীগণ।আলোচনা সভা শেষে বাষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।