বন্দর কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
বন্দর কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার: জাতীয় ভূমি সপ্তাহ উপলক্ষে বন্দর ইউনিয়ন ভূমি অফিস আয়োজিত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ১২ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িপাড়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব। আড়ম্বরপূর্ণ এ আয়োজনে প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন,তোমাদেরকে কেবল বিদ্যালয়ের শিক্ষা অর্জণ করলে চলবেনা ভাল মানুষ হতে হবে। সুশিক্ষিত হওয়ার চেয়ে তোমাদেরকে ভাল মানুষ হওয়া বেশি জরুরী। প্রতিযোগিতার বিতর্ক ইভেন্টে ছাত্রীদের দল এবং কুইজ ইভেন্টে ছেলেদের দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here