প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ কারিগরি শিক্ষায় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাশ) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়নসহ ৩ দফা দাবীতে নারারয়গঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)জেলা শাখা।
বুধবার (২৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক’র নিকট স্মারকলিপি প্রদান করেন আডিইবি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, সংগঠনের জেলা শাখার সভাপতি এমএম রমিজ উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল আ. বাকিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।