হেফাজতের তান্ডবের একদিন পর সোনারগাঁ থানার ওসিকে বদলি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের ভাঙচুর করার একদিন পর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁ থানার ওসির দায়িত্ব নিয়েছিলেন রফিকুল ইসলাম। নারীসহ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সোনারগাঁ রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় ৪ এপ্রিল রোববার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়।

সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়ে হেফাজত নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তারা ৭১ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মোবাইল কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। এসময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান।

এ ঘটনার পর রোববার রাতে ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here