সোনারগাঁয়ে বসত বাড়ী থেকে ৪৮টি গোখড়া সাপ উদ্ধার : এলাকায় সাপ আতংক

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের একটি বসত বাড়ীর লেবু গাছের নিচ থেকে ৪৮টি গোখড়া সাপ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় সাপ আতঙ্কে এলাকাবাসী ভয়ে দিন পার করছে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, বারদী আলগীরচর গ্রামের ব্যবসায়ী সাদেকুর রহমান দুই দিন পূর্বে বাড়ীর পোষা বিড়াল মরে লেবু গাছের নিচে পরে থাকতে দেখে গৃহকর্তীর সন্দেহ হয়। পরের দিন কাজের মেয়ে উঠান ঝাড়– দিতে গেলে সাপের ৩টি বাচ্চা তাকে তাড়া করে। এঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ীর মালিক সাদেকুর রহমান রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা নামে এক সাপুড়েকে সাপ গুলো উদ্ধার করার জন্য ডেকে আনে।

পরে সাপুড়ে সাদেকের বাড়ীর লেবু গাছের পাশের ইটের স্তুপের নিচ থেকে ৫/৬ হাত লম্বা একটি মা সাপসহ ৪৭টি গোখড়া (খইয়া পানস) সাপ উদ্ধার করে। সাপ গুলো সাপুড়ে মোস্তফা তার জিম্মায় নিয়ে যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here