সোনারগাঁয়ে সরকারি জায়গা দখল করে প্রতিনিয়ত চলছে রাকিবের চাঁদাবাজি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর চেঙ্গাইল রোড হাইওয়ে মহাসড়কের রাস্তায় প্রকাশ্যে চলছে চাঁদাবাজি সোনারগাঁও উপজেলা স্বাগতম লেখাটির নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত চলছে চাঁদাবাজি গোপন সূত্রে জানা যায় যে এই এলাকার অভাবশালী ও কিশোর গ্যাং লিটারের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা প্রবেশ গেইট এর আশেপাশে বাঁশের বেড়া দিয়ে আটকে পিছনের দোকানদারদের কাজ থেকে মোটা অংকের চাঁদার টাকা দাবি করে।

দোকানদাররা চাঁদার টাকা না দিতে অসমতি থাকায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে এবং সেখানে ফুলের গাছ লাগায় আর বলে সোনারগাঁ প্রবেশপথ রক্ষা করা আমাদের দায়িত্ব তাই বেড়া দিলাম কিন্তু কিছুদিন পর হাইওয়ের রাস্তায় অবৈধ ভাবে ফুটপাতের দোকান বসায়। এর কারণে এখন আর সোনারগাঁও উপজেলা স্বাগতম লেখাটি দেখা যায় না সাধারণ পথচারীরা বলেন সোনারগাঁও উপজেলা প্রবেশ গেইট সোনারগাঁ উপজেলা স্বাগতম লেখাটি আমাদের সোনারগাঁওয়ের গর্ব আর সেই লেখাটির আশেপাশে আমরা যেতে পারছিনা আমরা লেখাটির সামনে যেয়ে একটি সেলফিও তুলতে পারছি না কিন্তু অন্যান্য জায়গায় স্বাগতম উপজেলার লেখার আশেপাশ খোলা থাকে আর এখানে আটকানো কেন কেউ কি দেখে না।

প্রশাসনের লোকজন কোথায় এই বাঁশের বেড়াটি খুলছে না কেন আর চাঁদাবাজদের ধরে না কেন। বাসের,বেড়ার এ ব্যাপারে সোনারগাঁয়ের ইউনো মহোদয় ও সোনারগাঁ উপজেলার নির্বাহী কমিশনার ভূমি উন্নয়ন কর্মকর্তা বলেন এ ব্যাপারে আমরা কিছুই জানিনা সোনারগাঁও উপজেলার স্বাগতম লেখাটি রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব তাই এ ব্যাপারটি রোডশান হাইওয়ের কনটেকদার কে জানান আমরা আছি পদক্ষেপ অবশ্যই নিব।বাসের বেড়ার পিছনের দোকানদারদের সাথে কথা বলে জানা যায় সামনের হাইয়ের রাস্তায় ফুটপাত দোকান বসিয়ে প্রতিনিয়ত ১০০ টাকা থেকে দেড়শ টাকা করে নিচ্ছে রাকিব নামের একজন চাঁদাবাজ ।

নাম প্রকাশে অনিচ্ছু এলাকার স্থানীয় স্থানীয় বাসিন্দা জামাতের নেতা বলেন কিশোর গেং লিডার,ও চাঁদাবাজদের গডফাদার মোঃ খোরশেদ,পিতা সিডু মিয়া,তিনি বিএনপির নেতা হাজী সেলিম হক রুমি তার ছোট ভাই পরিচয় দিয়ে ৫ ই আগস্টের পর থেকে,বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে করছে চাঁদাবাজি,তার অত্যাচারের ভুক্তভোগী বেড়ার পিছনের দোকানদার ও এলাকাবাসী পথচারীরা তাই প্রশাসনের ঊর্ধ্বত কর্মকর্তার কাছে পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী ও সাধারণ জনগণ যেন এই বাঁশের বেড়াটি এখান থেকে উচ্ছেদ করে এবং চাঁদাবাজদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here