সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক

0
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন যোগদানের পরপরই নারায়ণগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলার সমস্ত পুলিশ কর্মকর্তাদের। তারই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন থানায় অভিযান চলছে এবং মাদকদ্রব্য সহ আসামি ধরা হচ্ছ।

গতকাল সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোঃ সামরুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডের পুলিশ চেকপোস্টে বিভিন্ন গাড়ী ও ব্যক্তিকে তল্লাশী করা কালে ১১/১০/২০২৫ খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮:৪৫ ঘটিকার সময় কুমিল্লা দিক হতে ঢাকা গামী মিয়ামি পরিবহন নং- কুমিল্লা-ব-১১-০৩৪৯ বাসটি থামানোর সাথে সাথে উক্ত বাস হতে একজন ব্যক্তি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে নেম কৌশলে পালানোর চেষ্টা কালে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১. মোঃ আহাদ আহম্মেদ জিসান (২৩), পিতা-মোঃ নাসির আহম্মেদ, মাতা- মোসাঃ শেফালী আক্তার, সাং-পাহাড়পুর মাস্টারবাড়ী, থানা-বুড়িচং, জেলা- কুমিল্লা বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিজের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here