প্রেসনিউজ২৪ডটকমঃ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন সোনারগাঁয়ের আলিফ মাহমুদ | এ অ্যাওয়ার্ডটি আলিফ মাহমুদ উৎসর্গ করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ মা আমেলা আক্তার কে। ২০২৩ সালে স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্তান আলিফ মাহমুদ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে প্রকাশিত ফলাফলে তার নাম ওঠে আসে।
জানা যায়, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডটি মহামান্য রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে প্রদান করে থাকেন। এর আগে, গত ৩০ই জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারী গাজীপুর মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন ক্যাম্প। যেখানে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে।
এছাড়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়। আলিফ মাহমুদ সর্বশেষ ছিলেন ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুলের সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্বে ছিলেন। আলিফ মাহমুদ বর্তমানে ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছে এবং একই কলেজের রোভার স্কাউট গ্রুপের সঙ্গে তিনি সম্পৃক্ত।
অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউটের জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আলিফ মাহমুদ থেকে পিএস আলিফ মাহমুদ হওয়ার যাত্রায় আমার প্রিয় আব্দুল জব্বার স্যার যার হাত ধরে আমার স্কাউটিং জীবনের শুরু, নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের জেলা কমিশনার ও জেলা সম্পাদক, সম্পৃক্ত সকল লিডারসহ নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের সাবেক-বর্তমান সকল স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, আলিফ মাহমুদুর পিতা মোস্তাফা মোল্লা ব্যবসায়ী এবং মা আমেলা আক্তার একজন গৃহিণী। এ অ্যাওয়ার্ডটি আলিফ মাহমুদ উৎসর্গ করেছেন তার সবচেয়ে প্রিয় মানুষ মা আমেলা আক্তার কে।