সোনারগাঁয়ে নারী চোরের শাস্তির দাবিতে বিক্ষোভ

0
সোনারগাঁয়ে নারী চোরের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চেঙ্গাইল বড় ভিটা এলাকায় নারী চোরের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকার সচেতন নাগরিকরা। শনিবার ২৯ জুন বিকেলে জনৈকা ব্ল্যাকইমেইলার নারী চোরের বিরুদ্ধে নানা অভিযোগের ফিরিস্তি তুলে ধরে তারা ওই কর্মসূচী পালণ করে। এ সময় তারা নারী চোরের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এলাকাবাসী জানান জনৈকা ওই নারী আনোয়ার হোসেনের উকিল মেয়ে তিনি দীর্ঘদিন যাবত আনোয়ারের বাড়িতে কাজ করতেন গত ১০জুন আনোয়ারের বাড়ি হইতে ২ভরি গহনা চুরি হয়। আর তার পর থেকে আনোয়ারের উকিল মেয়ে কাজে আসেনা তাকে সন্দেহ করা হলে তারপর তাকে এলাকাবাসী জিজ্ঞাসা করেন সে গহনা চুরির বিষয় শিকার করে ফেরত দেওয়ার কথা জানান তারপর হইতে গহনার জন্য চাপ সৃষ্টি করলে তিনি তালবাহানা শুরু করেন। এবং ধর্ষণ চেষ্টা মিথ্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসী আরো জানান আনোয়ার হোসেন এলাকার একজন সন্মানিত মানুষ তিনি কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুই বারের অভিভাবক সদস্য ছিলেন। আমরা এলাকাবাসী প্রসানের কাছে সুষ্ঠ তদন্তের দাবি জানাই। এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন” আনোয়ার হোসেনের উকিল মেয়ে এই ঘটনায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের পর আসামী গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here