রূপগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ তানজিলা আক্তার: বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার তারাব বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র আমীর হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, সাপ্তাহিক রূপকন্ঠের সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, কাউন্সিলর আনোয়ার হোসেন, আতিকুর রহমান,আওয়ামীলীগ নেতা হারুন মোল্লা,বকুল ভুইয়া,মিথুন ভুইয়া, শিক্ষক আরিফুর রহমান, সাংবাদিক জি এম সহিদ, এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, আজকের সমাজে যেভাবে সন্ত্রাস ও মাদক বৃদ্ধি পাচ্ছে তা সমুলে নিমূর্ল করতে হবে।

সমাজে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কোন ঠাই নাই। তাদেরকে সমাজ থেকে নিমূর্ল করতে হবে। এ জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে প্রশাসনের লোকজনকে। আমরা সকলে মিলে প্রচেষ্টা করলেই সমাজ থেকে ক্রিমিনালদের দমন করতে পারবো। এ সময় তিনি আরো বলেন, যেখানেই কোন সন্ত্রাসী বা মাদক বিক্রির ঘটনা ঘটবে সাথে সাথে ০১৩২০০৯০৪৯৬ এ নম্বরে পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হবে। এবং সংবাদদাতার নাম সম্পূর্ণ গোপন রাখা হবে ।

এ সময় বক্তারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পরে উপস্থিত জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওসি এ এফ এম সায়েদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here