ফতুল্লায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

0
ফতুল্লায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ ফতুল্লা প্রতিনিধি : একাত্তর টিভি, মানবজমিন এবং বাংলা নিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যারকান্ডের মুল হোতা গোলাম রব্বানী বাবুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এআর মিলন, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, মোঃ সেলিম হোসেন, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান পারভেজ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মোকলেসুর রহমান তোতা, রফিকুল্লাহ রিপন, সাদ্দাম হোসেন শুভ, মামুনুর রশীদ মুন্না, এমনএইচ রাসেল, খোকন প্রধান, জুয়েল চৌধুরী, মঞ্জুর হাসান বকুল, জসিম উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here