প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ ২০২১-২০২২ চক্রের ভিডব্লিউ (পূর্বের ভিজিডি) কর্মসূচির উপকারভোগীদের সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও ফতুল্লা ইউনিয়ন ভিডব্লউবি কমিটি, ব্যাংক এশিয়া ও আরডিপি’র বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (১৫ জানুয়ারী) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পূর্বের ১৫৫ জন উপকারভোগীর হাতে নগদ সঞ্চয় ফেরত তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যলয়ের প্রোগাম অফিসার আঞ্জুমান আরা। সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার সাবিকুন নাহার, ফতুল্লা ইউপি’র ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা সদস্য ফেরদৌস আরা অনা, ব্যাংক এশিয়া লিঃ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. পারভেজ ও উপজেলা অফিসার হাবিব মোল্লা, আরডিপি’র সভাপতি হরিপদ ঘোষ ও প্রশিক্ষক পিন্টু চন্দ্র তালুকদার প্রমূখ।