টানা বৃষ্টিতে ফতুল্লা বাসীর জনজীবন বিপর্যস্ত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ মৌসুমি আবহাওয়া ও টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জ ফতুল্লা বাসীর জনজীবন বিপর্যস্ত। ২৪ ঘন্টায় টানা বৃষ্টিতে চতুর্মূখি দূর্ভোগের শিকার ফতুল্লারবাসি। পানিতে তলিয়ে গেছে শৌচাগার, গোসলখানা, থাকার কামরা ও রান্নাঘর।তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সরেজমিনে দেখা গেছে সবচেয়ে ভয়াবহপরিস্থিতি কোতালের বাগ ইসদাইর এলাকায়।  দিনমজুর ও অটোচালকরা আরো বেশি ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের নিম্ন আয়ের কারনে তারা সাধারনত নিম্নাঞ্চলের বস্তির ঘরগুলিতে ভাড়া থাকতে হয়। জলাবদ্ধতার বৈরী আবহাওয়ার কারনে আজ কোন আয় নেই। ডুবে গেছে আবাসস্থল, ভেসে যাচ্ছে ঘরের মালামাল।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মধ্যরাত থেকে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের কারণে ফতুল্লার অনেক এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক সড়কে পানি জমে সড়ক সংকুচিত হয়ে পড়ে।

 

কয়েকটি এলাকা কাদাপানিতে একাকার হয়ে যায়। এতে ১০ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টাখানেক লাগে। সেই সুযোগে রিকশা, সিএনজি অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। রাইড শেয়ার কোম্পানি উবারও বৃষ্টির সময়ে ভাড়া বাড়িয়ে দেয়। পানি নিস্কাশনের মাধ্যমগুলো প্রায় অকার্যকর হয়ে পড়ে। ফলে পানিতে রাস্তা তলিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here