ফতুল্লায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফতুল্লার পাগলা রেলস্টেশন সংলগ্নে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ব্লাড ব্যাংক প্রকল্পের আওতায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তচাপ পরিমান কার্যক্রম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান মনিরুল আলম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্র নাথ সরকার, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, লুৎফর রহমান চৌধুরী, বিল্লাল হোসেন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, কলেজের প্রভাষক আবু তালেব, এইচ,এম,ফারুক, আবু তাহের, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, রাজিব আহামেদ, শাকিল, নাজমুল ও রাসেল প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্য মনিরুল আলম সেন্টু বলেন রক্তের গ্রুপ জানা থাকলে হঠাৎ কোন মৃত্যুমুখী মানুষকে রক্ত দিয়ে বাচাঁনো সম্ভব হতে পারে। হঠাৎ কোন দূর্ঘটনায় গুরুতর আহত ব্যাক্তির অত্যাধিক রক্তক্ষরণে রক্তের প্রয়োজন হয়। মায়েদের সন্তান প্রসবকালীন অধিক রক্তক্ষরণ হলে রক্তের প্রয়োজন হয়। যে কোন অপারেশনের সময় জরুরী রক্তের প্রয়োজন হয়। সুতরাং রক্তের গ্রুপ জানা থাকলে একজন মানুষ অনায়াসে রাক্তদান ও রক্ত গ্রহন করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here