ফতুল্লায় পলিথিন বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

0
ফতুল্লায় পলিথিন বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ সহ সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ আগস্ট) বিকেলে ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান এবং সায়মা রাইয়ান সহযোগিতা করেন জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং ১৫(৪)(খ) ধারায় অভিযুক্ত চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে এস এম মাজিদ মিনি সুপার শপ থেকে ৩০০ গ্রাম পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা, জাহানারা স্টোর থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,৫০০ টাকা জরিমানা, মায়ের দোয়া স্টোর-১ থেকে ১.২ কেজি পলিথিন জব্দ এবং ৫০০ টাকা জরিমানা, মায়ের দোয়া স্টোর-২ থেকে ১.৫ কেজি পলিথিন জব্দ এবং ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই নিষিদ্ধ পলিথিনের বিপণন ও ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here