ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা ও রাস্তার দুরবস্থা সমাধানের দাবি : উন্নয়ন ফোরামের

0
ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে জলাবদ্ধতা ও রাস্তার দুরবস্থা সমাধানের দাবি : উন্নয়ন ফোরামের

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার জলাবদ্ধতা ও রাস্তার বেহাল অবস্থার দ্রুত সমাধানে জেলা প্রশাসকের কাছে লিখিত দাবি জানিয়েছেন উন্নয়ন ফোরাম। বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আবেদনের সঙ্গে এলাকাভিত্তিক সমস্যার বর্ণনা, ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা হয়। একইসঙ্গে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে ফোরাম নেতারা নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “ফতুল্লা এলাকার মানুষ বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধতার দুর্ভোগে থাকে। আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি এবং খুব শিগগিরই এলজিআরডি দপ্তরের সঙ্গেও যোগাযোগ করবো। বর্ষা মৌসুমে শ্রমজীবী মানুষের চলাচলের জন্য আমরা কিছু ভ্যানের ব্যবস্থা করেছি এবং খাল পরিষ্কারে সরকারি উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবো। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “খুব দ্রুত খাল খনন কাজ শুরু করা হবে। এ কাজে স্থানীয়দের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন, গোলাম সারোয়ার সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here