ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১

0
ফতুল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, আটক ১

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইসহাক মিঝি(৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেললাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন এবং শফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।আটককৃত সোহরাব হাওলাদার (৪০)পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে।

তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান ইজিবাইক চালক ইসহাক মিঝি(৪৫)  গলাকাটা লাশ মাটিতে পড়ে আছে। এ সময়  ৩/৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছে। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

তবে তার সাথে থাকা সহযোগীরা পাশের ডোবায় লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অটো রিক্সা ছিনতাইয়ের জেরে এ ঘটনা ঘটেছে।

 তিনি আরো বলেন, এই ঘটনায় গণপিটুনি দিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে সেই ঘটনার সাথে জড়িত কিনা সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here