ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

0
ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

প্রেসনিউজ২৪ডটকমঃ ফতুল্লার দাপা এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমানউল্লাহ (৫২) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।

আটককৃত আমানউল্লাহ বাক প্রতিবন্ধী এবং ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হোসেনের শ্বশুর বলে জানা গেছে। জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে আমানউল্লাহ একই বাড়ির ভাড়াটিয়া ৫ বছরের শিশুকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে, এক পর্যায়ে তার মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে পাশের ভাড়াটিয়া পুরুষ ও মহিলারা ঘটনাস্থলে এসে আমানউল্লাহকে আটক করে এবং গণপিটুনি দেয়।

ঘটনার সংবাদ পাওয়ার পর আমানউল্লাহর মেয়ের জামাই ও বিএনপি নেতা হোসেন এবং অন্য এক থানা বিএনপি নেতা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। তবে, এরই মধ্যে ঘটনা পুলিশের কাছে পৌঁছালে, রাত ১টার দিকে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মধ্যস্থকারীরা সটকে পরেন। পুলিশ আমানউল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ” এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। “

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here