ফতুল্লায় বিদেশি পিস্তল সহ যুবক গ্রেফতার

0
ফতুল্লায় বিদেশি পিস্তল সহ যুবক গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তল সহ এস এম ফাইয়াজ হাসান নিলয়(৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হাওয়া পিস্তলটি আমেরিকার তৈরি অত্যাধুনিক পিস্তল।

গ্রেফতারকৃত এস এম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর ছেলে। বর্তমানে সে স্ব- পরিবার নিয়ে ফতুল্লা মডেল থানার নিউ চাষাঢ়া জামতলা এলাকায় বসবাস করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহায়তায় ফতুল্লা থেকে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিবিহীন ম্যাগজিন সহ এস এম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here