প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লার বিসমিল্লাহ ডাইং নামে একটি কারখানায় আগুন লেগেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে পিলকুনী এলাকায় এই কারখানার ডাইং সেক্টরের বয়লারে এ ঘটনা ঘটে। পরে ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি।স্থানীয়রা জানান, দুপুরে কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশন এবং নদী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিসমিল্লাহ ডাইং প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম বলেন, আগুনে সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ধারণা করা হচ্ছে, বয়লার মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আর ঘণ্টা খানেক সময় লেগেছে ডাম্পিংয়ের কাজ করতে।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ডাইং কারখানার ভেতরে ফুয়েল তেল, ঝুট ও বয়লার মেশিন পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বয়লার মেশিনের ওভার হিটের কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।