আড়াইহাজার ৫,৯০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি গ্রেফতার

0
আড়াইহাজার ৫,৯০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) যোগদানের পরপরই মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। মাদক ঐ সকল অপরাধের মোল । মাদকমুক্ত নারায়ণগঞ্জ করতে পারলে অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়া সম্ভব বলে মনে করেন। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান চলমান রয়েছে নারায়ণগঞ্জ জেলার প্রতিটা থানায়।

জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম, ‘গ’ সার্কেল, নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ১৩.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর হতে ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ করিম (৩৫), পিতা-মৃত শুভা মিয়া, সাং-ছাওয়ালপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা; ২। নাজমা (৪৫), পিতা- ফজলুল হক, মাতা-জয়ফুল বানু, স্বামী-সালাম, সাং-বেকারীর মোড়, পশ্চিম মাজদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ৫,৯০৭ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় বিভিন্ন এলাকা হতে উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত এলাকাসহ আড়াইহাজার থানার আশপাশে বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here