প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ননের দোবিলা বিল দখল করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন কয়েকটি শক্তিশালী বালু সিন্ডিকেট। বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশের পর বালু উত্তোলন বন্ধ থাকলেও ইতোমধ্যে বিলের দু’পাশের ৪/৫টি স্থানে বিশাল বালুর স্তুপ করেছেন ওই সিন্ডিকেট।
অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা প্রায় ৪ হাজারের অধিক গাড়ি বালু বিক্রির অপেক্ষায় স্তুপ করছেন তারা। ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় শক্তিশালী বালু সিন্ডিকেট ওই বিল থেকে এসব বালু উত্তোলন করেছেন। বালু বিক্রিতে ওই সিন্ডিকেট একাধিক ঠিকাদারদের সাথে চুক্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দ্রুত এসব বালু জব্দ করে সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।
বিভিন্ন সুত্রে জানাগেছে, আজমপুর ইউনিয়নের আজমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের বিশ^াসপাড়া ও ধোপাঘাটে বিশাল বালুর স্তুপ করে রাখা হয়েছে। আজমপুর গ্রামের আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি ওই দুই স্থানে ২ হাজারের অধিক ট্রাক বালু স্তুপ করে বিক্রির অপেক্ষায় রেখেছেন। একই স্থান থেকে এর আগেও তিনি ২২’শ ট্্রাক বালু বিক্রি করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়াও দোবিলার বিল নওদাপাড়া অংশে ৩টি স্থানে বালুর বিলায় স্তুপ করা হয়েছে। এসব স্থানেও প্রায় ২ হাজারের অধিক ট্রাক বালু মজুদ রয়েছেন। একই গ্রামের ফিরোজ আহম্মেদ, শ্রীরামপুর গ্রামের চঞ্চল নামে দু’জন বালু সিন্ডিকেটের সদস্য এসব বালু মজুদ করে বিক্রির চেষ্টা করছেন। বালু উত্তোলনকারী আশরাফুল ইসলাম জানান, বালু আপাতত স্তুপ করে রাখা হয়েছে। কিন্তু কোন বালু বিক্রি করা হচ্ছে না।
শ্রীরামপুর গ্রামের চঞ্চল জানান, আমি যে বালু উত্তোলন করে রেখেছি তা গ্রামবাসীর কারনে আনতে পাচ্ছি না। গ্রামবাসীরা ট্রাক আটকে দেওয়ার কারনে যতো ঝামেলা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, দোবিলা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। খুব দ্রুত অবৈধ ভাবে উত্তোলন করা বালু জব্দ করা হবে। পরবর্তীতে সরকারি নিলামের মাধ্যমে এসব বালু বিক্রি করা হবে। তার প্রক্রিয়া চলছে।