প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ প্রচণ্ড তাপদাহের মধ্যে হঠাৎ পানি পান করে মুদি ব্যবসায়ী শহীদুজ্জামান (৪০)। এ সময় নিজের দোকানে মোজর বোতলে থাকা কোমল পানি ভেবে ঘাষ পোড়া ঔষধ পান করে। এর কিচ্ছুক্ষনের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় গ্রাম্য চিকিৎসক দুলালের কাছে নিলে সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মুদি ব্যবসায়ী শহীদুজ্জামানের করুন মৃত্যু হয়।নিহত শহীদুজ্জামান শাহীন মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ দোকানে বসে থাকা অবস্থায় প্রচণ্ড তাপদাহের মধ্যে হঠাৎ পানি পৃষ্টা পান মুদি ব্যবসায়ী শহীদুজ্জামান শহিদ। এসময় তিনি দোকানে মোজর বতলে থাকা ঘাষ পোড়া ঔষধ পান করে। পরে সে নিজেই বুজতে পারে সে বিষ পান করেছে।
প্রতিবেশীরা আরো জানান, এ সময় তার ভাই সাজেদুল ইসলাম গ্রামের পল্লী চিকিৎসক সামাদের কাছে নিলে সেখানে ওয়াস করানোর পর শহীদুজ্জামান শহিদকে বাড়ীতে নিয়ে আসা হয়।পরে রাতে সে আবার অসুস্থ হয়ে পরলে তাকে চুন্নির আইট গ্রামের গ্রাম্য চিকিৎসক দুলালের কাছে নিলে সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।স্থনীয় ইউপি সদস্য নাসির উদ্দীন জানান, নিজের দোকানে মোজর বতলে থাকা কোমল পানি ভেবে ঘাষ পোড়া ঔষধ পান করে। এর কিচ্ছুক্ষনের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে গ্রামেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।ঋৈবা পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুলের খেশারত তিনি নিজেই দিয়ে গেলেন।এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান, পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আব্দুল মান্নান।