প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর:চাঁদপুরের মতলব দক্ষিণে আদালতের নির্দেশে পাঁচ মাস পর চার মাসের শিশু সাফায়েত জামিল নামে (৪ মাস) লাশ উত্তোলন করা হয়েছে ।১ এপ্রিল বেলা ১১টায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের উপস্থিতিতে লাশ উত্তলন করা হয় ।
পুলিশ সুত্রে জানায় , মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী গ্রামের মাঈনুল হক মামুনের ছেলে সাফায়েত জামিল ৫ মাস আগে মারা যায়। মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তার পিতা মাইনুল হক মামুন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। সাফায়েত জামিলের মাতা ঘোড়াদাড়ী গ্রামের আহম্মেদ উল্লার মেয়ে রাবেয়া আক্তারের বিরুদ্ধে। পরে আদালত ওই শিশুর লাশ উত্তোলন করে পোস্ট মর্টেম নির্দেশ করলে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স ও ডোম আব্দুল মান্নান লাশ উত্তোলন করে চাঁদপুর মর্গে প্রেরণ করেন ।
উল্লেখ্য শাফায়েত জামিলের পিতা মাইনুল হক মামুন সিলেটে ব্যবসা করেন । শত চেষ্টার পরও তার স্ত্রী রাবেয়া আক্তারকে সিলেটে নেওয়া যায়নি । সে তার বাবার বড়ী ঘোড়াদারি থাকতে পছন্দ করতেন । তার ছেলের অসুস্থতার খবর শুনে ছেলেকে নিয়ে সেলেট যেতে বলেন স্ত্রী রাবেয়াকে । সিলেট যাওয়ার পথে তার ছেলে মারা যাওয়ার খবর পান তিনি ।
এ ঘটনায় তার সন্দেহ হলে স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে ।