প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত রাব্বি (২২) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দৌলতখান পৌরসভা ৩ নং ওয়ার্ডের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় রাব্বি গুরুতর আহত হয়।
নিহত রাব্বি দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে। নিহত রাব্বির পরিবার সূত্রে জানা যায়, রাব্বির ছোট ভাই রাজীবের সাথে কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীদের দ্বন্দ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ছোট ভাইকে নিয়ে দৌলতখান পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসে। সেখানে পূর্বে থেকেই কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীরা অবস্থান করছিলো। এসময় মাহিদ ও তার সহযোগীরা রাজীবের ওপর হামলা চালায়।
এ সময় রাব্বি বাধা দিলে হামলাকারীরা রাব্বিকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার আরো অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্য হয়।
অভিযুক্ত কিশোর গ্যাং মাহিদ দৌলতখান পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাচাঁ মালের আড়ৎ ব্যবসায়ী মহিউদ্দিনের ছেলে। দৌলতখান থানা অফিসার ইনচার্জ ( ওসি) সত্য রঞ্জন খাসকেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।