মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি-সম্পাদকসহ ১১ জনের পদত্যাগ

0
মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি-সম্পাদকসহ ১১ জনের পদত্যাগ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুৃর বনিক কল্যান সমিতির নির্বাচনের আগেই সভাপতি-সম্পাদকসহ ১১ জন সদস্য এক সাথে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সমাজ সেবা অফিস,পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে বনিক কল্যান সমিতির কয়েক জন জানান।

‘বৃহস্পতিবার সকালে মহেশপুৃর বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন পরাগ সভাপতি ফশিয়ার রহমান,সাধারণ সম্পাদক আফাজ পরাগ,সহ সভাপতি জাগাঙ্গীর আলম, সহ সম্পাদক সুবোধ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপুলসহ ১১ জনের স্বাক্ষরিত কপি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। বনিক কল্যান সমিতির কয়েক জন সদস্য জানান, বনিক কল্যান সমিতি গঠনের পর থেকে কয়েক লাখ টাকার হদিস ছিলোনা।

রাতের পাহারাদাররা (নাইট গাড) প্রতি মাসে তাদের বেতনও পাচ্ছিলনা। এক কথায় মহেশপুর বনিক কল্যান সমিতিচলছিলো খুরিয়ে খুরিয়ে। রাতের পাহারাদার এরেং বাদশা জানান, ২০২০ সালের ২৯ ফ্রেরুয়ারী মহেশপুৃর অডিটোরিয়ামে বনিক কল্যান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ফশিয়ার রহমান,সাধারণ সম্পাদক আফাজ পরাগ,সহ সভাপতি জাগাঙ্গীর আলম, সহ সম্পাদক সুবোধ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান রিপন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম বিপুল,ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুলাহ আল মোমিন, নির্বাহী সদস্য বিল্লাল হোসেন,উন্দ্রজিত কুমার দাস, আজাদ রহমান ও জাহাঙ্গীর আলম বিপুল ভোটে নির্বাচিত হন।

তিনি আরো জানান, নির্বাচনের পর থেকে আমরা প্রতি মাসের ৫ তারিখে বেতন পেয়ে আসছিলাম।মহেশপুর বনিব কল্যান সমিতির সাধারণ সম্পাদক আফাজ পরাগ জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ তাছাড়া বনিক কল্যান সমিতি নিয়ে কয়েক জন বিরুপ মতব্য করায় আমরা সকলেই পদত্যান করেছি। আমাদের পদত্যাগের কপি উপজেলা সমাজ সেবা অফিস,বনিক কল্যান সমিতির উপদেষ্টা পৌর মেয়র আব্দুর রশিদ খানের কাছে জমা দিয়েছি। তিনি আরো জানান, আমাদের  পদত্যাগের কপি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here