আমার কোনো রাজনৈতিক চাহিদা নেই, দায়িত্ব আছে : এ কে এম শামীম ওসমান

0
আমার কোনো রাজনৈতিক চাহিদা নেই, দায়িত্ব আছে : এ কে এম শামীম ওসমান

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং বন্ধ করতে সবার সহায়তা লাগবে। এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করব। কোনো দল দেখব না আমি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, বার, সাংবাদিক,আলেম, ওলামা, পুরোহিত, কমিশনার সবাইকে নিয়ে কাজ করব। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর মধ্যে কোনো রাজনীতি নেই।আমি কোনো রাজনীতির জন্য এটা করছি না। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা ইউনিয়ন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এবং নাসিক ১১নং ওয়ার্ডের কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমার কোনো রাজনৈতিক চাহিদা নেই, দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি, যদি আমরা সবাই এক হতে পারি নারায়ণগঞ্জকে কলুষিত করার ক্ষমতা কারও নেই। আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা পেলে এ এলাকার চেহারা পাল্টে দেব। তিনি আরও বলেন, কে কোন দল করে সেটা দেখার বিষয় না। দেখবেন ভালো মানুষ কে।

ভালো মানুষ নিয়ে ভালো কাজ হয়, খারাপ মানুষ নিয়ে খারাপ কাজ। আমরা ভালো মানুষদের নিয়ে এগোতে চাই। বিএনপি করুক আমার আপত্তি নেই। আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না। এটা সম্ভব আমরা একসঙ্গে কাজ করলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here