প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ কামরুজ্জামান শাহীন, ভোলা।। ভোলার ইলিশা থেকে ৫৬ পিচ ইয়াবাসহ মো. ইউসুফ (২৩) নামের এক মাদক সম্রাট কে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউসুফ ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আমির হোসেন মিয়ার ছেলে। ভোলা র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে ইউসুফকে ৫৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।