প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ‘বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইহের মহেশপরে
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথিরবক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা,মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জান লিটন,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম খাইরুল আনাম প্রমুখ।