ভোলায় মেরিন ফিশারিজ অফিসারের উপর জেলেদের হামলা, মামলা দায়ের

0
ভোলায় মেরিন ফিশারিজ অফিসারের উপর জেলেদের হামলা, মামলা দায়ের

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে অবৈধ জাল জব্দ করতে অভিযানে গিয়ে জেলেদের হামলায় আহত হয়েছেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. তানভীর আহমেদ (৩১)। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছেন ওই কর্মকর্তা।

লালমোহন উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মো. তানভীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া সুইজগেট এলাকায় তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা অবৈধ বেহুন্দি জাল ও ট্রলার জব্দ করেন।

এতে স্থানীয় জেলে আলিউদ্দিন মাঝি, সুজন মাঝি ও আলী নূর মাঝির নেতৃত্বে প্রায় শতাধিক পুরুষ ও নারী জেলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে জাল ও ট্রলার ছিনিয়ে নেন। এ সময় তাকে ট্রলার থেকে ফেলে দেন জেলেরা।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বাদী হয়ে রাতে ৫ জনের নাম উল্লোখ ও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here