প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর বাজারের প্রাণকেন্দ্রে স্বরজিৎ জুয়েলার্সের ছাদের টিনকেটে চুরি
সংঘঠিত হয়েছে। চোরেরা দোকানের সোকেজ ভেঙ্গে প্রায় সাড়ে ৬ লাখ টাকার স্বর্নলংকার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে এ চুরি সংঘঠিত হয়েছে বলে জানান স্বরজিৎ জুয়েলার্সের মালিক স্বরজিৎ কুমার কর্মকার।
স্বরজিৎ কুমার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আমি আমার দোকান বন্ধ করে বাড়ীতে যায়। বুধবার সকাল ৯টার দিকে আমি দোকান খুলে দেখতে পায় চোরেরা আমার দোকানের সোকেজ ভেঙ্গে স্বর্নের ৫ জোড়া বালা, ৩১৭ টি স্বর্নের নাক ফুল, রুপার ১০জোড়া পায়ের নুপুর, রুপার ২০ জোড়া পায়েল, রুপার ১০ জোড়া তুড়া, রুপার ৩৬পিচ চেন, রুপার বেচলেট ৭পিচ, রুপার ব্যাঙ্গেল ১৫ জোড়া নিয়ে গেছে। যার আনুমাটিত মুল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব শফিয়ার রহমান ও সহ সভাপতি আলম মিয়া জানান, বাজারের প্রাণকেন্দ্রে এমন চুরির ঘটনা ভাবায় যায়না।মহেশপুর জুয়েলার্স মালিক সমিতির সভাপতি অজিত রায়,সাধারণ সম্পাদক বনোমালি বর্কশি জানান, চোরেরা দোকানের টিনকেটে ভিতরে ঢুকে যা ছিলো সব কিছুই নিয়ে গেছে।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমি লিখিত অভিযোগটি হাতে পেয়েছি,তদন্ত চলছে