প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি : গৌরীপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে চারদিন ব্যাপী ৪র্থ কাব স্কাউটস ক্যাম্পরীর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) মোঃ রেজাউল করিম। সোমবার বিকালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পরীর উদ্বোধন করা হয়। ৪ থেকে ৮ ডিসেম্বর এ কাব ক্যাম্পরী অনুষ্ঠিত হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। স্কাউটার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ক্যাম্পরী চীপ আঞ্জুমান আরা বেগম, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ আমজাদ হোসেন, ক্যাম্পরী চীপ (প্রশাসন) এস এম এমরান সোহেল, এএলটি, ক্যাম্পরী চীপ (প্রোগ্রাম) বিদ্যুৎ কুমার নন্দী, এ.এল.টি, উপজেলা স্কাউটস সম্পাদক ও প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী দেওয়ান কামরুল হাসান কামাল, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা কাব লিডার ও প্রধান সমন্বয়কারী নয়ন কুমার দাস প্রমুখ।
ক্যাম্পরী চীপ (প্রোগ্রাম) বিদ্যুৎ কুমার নন্দী জানান- গৌরীপুর উপজেলা ৪র্থ কাব ক্যাম্পরী মেইন এ্যারিনা ‘পদ্মা সেতু’।সাব ক্যাম্প-১ ‘কর্ণফুলী টানেল’, সাব ক্যাম্প-২ ‘মেট্রোরেল’ নাম করণ করা হয়েছে। উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৪ জন কাব ও ৪৪ জন কাব শিক্ষক এ ক্যাম্পরীতে অংশ গ্রহণ করেছেন।
জানা যায়, কাব ক্যাম্পরীতে পরিচালনা পর্ষদের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করছেন- উপজেলা স্কাউটস কমিটির সদস্য ও ক্যাম্পরী সহপ্রধান সমন্বয়কারী মুহাম্মদ মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক ইনচার্জ স্কাউটস লিডার মোঃ রইছ উদ্দিন, সহ-স্বেচ্ছাসেবক ইনচার্জ গৌরীপুর চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলের কাব স্কাউটস ইউনিট লিডার আরিফ আহম্মেদ, সাব-ক্যাম্প-১ চীপ এ কে এম সাইফুল ইসলাম, উডব্যাজার, সাব-ক্যাম্প-২ চীপ মোহাম্মদ আলী সিদ্দিকী, উডব্যাজার, প্রধান প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ মুরাদ হোসেন, উডব্যাজার, কোয়ার্টার মাস্টার জেনারেল মোঃ আনোয়ারুল ইসলাম, ডেপুটি কোয়ার্টার মাস্টার জেনারেল মোঃ মোজাম্মেল হোসেন,সচিবালয় ইনচার্জ মোঃ মাসুদ রানা,এএলটি।