মহেশপুরে পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে নিহত কবিরের দু’শিশু সন্তান

0
মহেশপুরে পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে নিহত কবিরের দু’শিশু সন্তান

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ পিতৃ হত্যাকারীদের শাস্তির দাবিতে গ্রামবাসীর সাথে মানববন্ধনে অংশ নিলো নিহত কবিরের দু’শিশু সন্তান মুক্তা আক্তার (৩) ও আরিয়ান হোসেন। অবুজ দু’শিশু এখনও তার বাবার খোঁজে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু থানা পুলিশ হত্যা কান্ডের ১৮ দিন পার হলেও এখনও পর্যন্ত কোন হত্যাকারীকে আটক করতে পারেনি।

সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জ্জাপুর মান্দারতলা গ্রামে কবির হোসেননের হত্যাকারীদের আটক ও ফঁসির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন করে।মানববন্ধনে মান্দারতলা গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ অংশো গ্রহন করে। মানববন্ধনে তারা অভিযোগ করে জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের আলাউদ্দীন,ইন্তাদুল,মিন্টু,রাকিবুল,আকাশ মন্ডল,মাসুদ,আতিয়ার,তজনু আমাদের কবির হোসেনকে কুপিয়ে হত্যা করে।

কিন্তু হত্যা কান্ডের ১৮ দিন পার হলেও পুলিশ এখনও পর্যন্ত কোন আসামীকে আটক করছেনা।নিহত কবিরের পিতা কওছার আলী জানান, জমি নিয়ে বিরোধের কারনে তারা আমার ছেলেকে খুবই নৃশংস ভাবে কুপিতে হত্যা করে। পরে আমি নিজে বাদি হয়ে আসামীদের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি।

কিন্তু পুলিশ এখনও নিশ্চুপ কেন?নিহত কবিরের স্ত্রী আকলিমা খাতুন জানান, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের কি সাস্তী হবেনা? আমার অবুজ দু’শিশু সন্তানকি তাদের পিতৃ হত্যার বিচার পাবেনা? মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমরা আসামী ধরার জন্য জোর টেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামীরা এলাকায় না থাকার কারনেই একটু ঝামেলা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here