স্বাস্থ্য সেবা শেখ হাসিনা মানুষের দোরগোড়াই পৌছে দিয়েছে — স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

0
স্বাস্থ্য সেবা শেখ হাসিনা মানুষের দোরগোড়াই পৌছে দিয়েছে — স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^াসী বলেই আজ স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়াই পৌছে দিয়েছেন। আগামীতে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করা হবে। আওয়ামীলীগ সরকার কথায় নয় কাজে বিশ^াসী।আমরা চাই গ্রামের অসহায় সাধারণ মানুষ বাড়ী থেকে বেরিয়েই যেন স্বাস্থ্য সেবাটা পাই।আমরা সে জন্যই স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করে যাচ্ছি।

বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লীকের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত স্বাস্থ্য সচিব সাইফুল্লাহি আজম, অতিরিক্ত মহাপরিচালক ডাঃ রাশেদা সুলতানা,

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু,বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here