আমতলীতে জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস, বিক্রি ২২ হাজার টাকায়

0
আমতলীতে জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস, বিক্রি ২২ হাজার টাকায়

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ আমতলীর পায়রা নদীতে শুক্রবার সন্ধ্যায় এক জেলের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস। মাছটি বিক্রি হয়েছে ২২হাজার টাকায়। বছরের সেরা পাঙ্গাস এটি বলছেন আড়ৎদার মো. ফোরকান চৌকিদার।

জানা গেছে,আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকেলে পায়রা নদীতে বরশি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭ টার সময় বরশিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙ্গাস। মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাইভাই মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭কেজি।

আড়ৎদার মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন। জেলে সেরাজুম জানান, এবছর নদীতে মাছের আকাল এর মধ্যে বরশিতে এত বড় পাঙ্গাস পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।পাইকারী মাছের আড়ৎদার মো. ফোরকান চৌকিদার জানান, এবছর এত বড় সাইজের পাঙ্গাস আর বাজারে আসেনি।

মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান।আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, জেলেরা বিভিন্ন সময় অবরোধ সঠিক ভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here