প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে দুইটি ইউনিয়নের ২০ জন সামুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে বৈধ ভাবে ইলিশ মাছ ধরার জাল ও সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ জাল বিতরণ করা হয়।
বৈধভাবে জীবিকায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের দুইটি গ্রামের সামুদ্রগামী দরিদ্র ২০ জেলেকে বৈধ ভাবে ইলিশ মাছ ধরার জাল ও সামগ্রী দেওয়া হয়।এসময় প্রতি জন জেলেকে প্রায় ২৭ হাজার টাকার মাছ ধরার সামগ্রী দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এসময় উপজেলা ফিশারিজ কর্মকর্তা ওয়ালিউল্লা শুভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।