প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়িতে টানা তিন দিনের বৃষ্টিতে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। তিন দিনের অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমা হয়ে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।বৃষ্টির কারণে মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না তাই কাঁচামাল ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। কারণ কাঁচামালের এমন কিছু নিত্য পণ্য দ্রব্য আছে যেগুলো দুই/এক দিনের বেশি রাখলে পচন ধরতে শুরু করে।
এদিকে অতিবৃষ্টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এলাকাবাসীকে সতর্ক করে বলেছেন, এ সময় বৃদ্ধ ও শিশুদের প্রতি বেশি বেশি খেয়াল রাখতে যেন তারা পানিতে বা পুকুরে ডুবে কোন দুর্ঘটনা ঘটায়, সাপে কাটলে যেন দেরি না করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে চিকিৎসা নেয়, বজ্রপাত হচ্ছে তাই খুব জরুরী ছাড়া যেন বাড়ির বাইরে কেউ বাইর না হয় এবং জলবদ্ধতা থাকলে ফসল রক্ষার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা।