চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে পর্যটন দিবসের পিঠা মেলা অনুষ্ঠিত

0
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে পর্যটন দিবসের পিঠা মেলা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টার, চাঁদপুর ঃ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর বড়স্টেশন মোলহেড প্রাঙ্গনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩, বিশ্ব পর্যটন দিবস, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা সহ নারী উদ্যোক্তাদের তৈরি পিঠার মেলা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ চাঁদপুর এর সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম,পুলিশ সুপার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সনাকের সভাপতি ডাঃ পিযুশ কান্তি বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় বিজয়ীসহ আরও কয়েকটি নারী সংগঠন অংশগ্রহন করেন। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি পটলের সন্দেশ,ক্ষীরের সন্দেশ,নারকেলের সন্দেশ,তিলের সন্দেশ,নারকেল ক্ষীর নাড়ু,মোয়া,খই মোয়া,তীলের সন্দেশ,নারকেলের নাড়ু,ভেনিলা কেক,চকলেট কেক,পুডিন কেক,কাপ কেক,জার কেক,কুচা সন্দেশ,ক্ষীর পাটিসাপটা, মুগপাকন পিঠা,নারকেল পুলি,চিকেন ঝাল পুলি,মালপোয়া,চিকেন মোমো, সিমফুল পিঠা,লিচি পিঠা,নারকেল সাজ পিঠা,ডিমের পিঠা,ডালের হালুয়া, তিল পুলি,চিকেন নুডুলস,এগ পাস্তা,পুডিং, পায়েস,পাটিসাপটা পিঠা, চিকেন স্পাইসি পাস্তা,ডিম চপ,পিৎজা,লাড্ডুসহ ৫০+ বিভিন্ন আইটেমের নানা রকম বাহারী খাবারের নিয়ে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here