প্রাথমিক শিক্ষা পদকের জন্য জেলার শ্রেষ্ঠ এমএমসি’র সভাপতি নির্বাচিত হলেন গৌরীপুরের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির

0
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য জেলার শ্রেষ্ঠ এমএমসি’র সভাপতি নির্বাচিত হলেন গৌরীপুরের সাবেক কাউন্সিলর আব্দুল কাদির

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্যে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলার পূর্বভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল কাদির।

জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ইং এ ফলাফল ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ায় মো. আব্দুল কাদিরকে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর২০২৩ ইং বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনহর উদ্দিন।

সংবর্ধিত সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারাহ দীপা, শ্যামলী খানম, শিরিন আক্তার প্রমুখ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মো. আব্দুল কাদির বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীর লেখাপড়ার মান, ঝরেপড়া শিক্ষার্থী বিদ্যালয়ে আনয়ন, ম্যানেজিং কমিটির সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের সেতুবন্ধন তৈরি, শিক্ষা উপকরণ ও সুসজ্জিত দৃষ্টিনন্দন বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্যদিয়ে উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান বলেন, পূর্বভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে স্কুল ব্যবস্থাপনা কমিটি চমৎকার করেছেন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি শুধু স্কুলে নয়, বিগত করোনাকালীন দুর্যোগে পৌর শহরে প্রথম হাতধোয়া, সাবান দেয়া, মাস্ক বিতরণ, শিক্ষার্থীদের হাতে হাতে কভিড-১৯ এর সচেতনতামূলক লিফলেট, ত্রাণ সামগ্রী বিতরণ ও দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখেন।

তিনি গৌরীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাতবারের কাউন্সিলর মো. আবুল কাসেমের পুত্র। নিজেও গৌরীপুর পৌরসভার দু’বার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়াও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ভালুকার নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মোকাদ্দেছ উর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মুক্তাগাছার চাপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেহেনা খাতুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নান্দাইলের গোসাই চান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ জিকরুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফুলপুরের পশ্চিম মাড়াদেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা খাতুন, শ্রেষ্ঠ কাব শিক্ষক বাহিরশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল মনসুর, শ্রেষ্ঠ কর্মচারী নান্দালের অফিস সহকারী মোহাম¥দ আবুল কাশেম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ সদরের নাহিদা পারভিন, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর ত্রিশালের মোছা. মাকছুদা আখতার, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) ময়মনসিংহের হোসাইন ফজলে রাব্বি, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার তারাকান্দার জীবন আরা বেগম, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদরের মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভালুকার মো. আবুল কালাম, শ্রেষ্ঠ বিদ্যালয় ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here