সাতক্ষীরায়  ডেঙ্গু প্রতিরোধ ও বাল্য বিবাহ বন্ধে জন-সচেতনামূলক সভা

0
সাতক্ষীরায়  ডেঙ্গু প্রতিরোধ ও বাল্য বিবাহ বন্ধে জন-সচেতনামূলক সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ ডেস্ক নিউজ: ডেঙ্গু প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, মাদক, গুজব ও অনলাইন জুয়া খেলা বন্ধে তালা উপজেলার নগরঘাটায়  জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ২নং নগরঘাটা ইউনিয়ন পরিষদের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।২নং নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফিয়া শারমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন তালা উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভিন পাপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ প্রমূখ ।এসময় বক্তারা বলেন, করোনার পরে বর্তমানে ডেঙ্গু আমাদেরকে নতুন করে শঙ্কায় ফেলেছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের আরো বেশি বেশি সচেতন হতে হবে।

বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ, মাদক, গুজব পরিহার ও অনলাইন জুয়া বন্ধে মায়েদের আরো বেশি করে সচেতন হতে হবে।উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য শিবপদ মন্ডল, রফিকুল ইসলাম, নবী নওয়াজ সরদার, আব্দুল গফুর, মফিকুল ইসলাম, মনিরুজ্জামান মুকুল, শেখ সরোয়ার, ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম পারভেজ, বাংলাদেশ জাসদের তালা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, আঃলীগ নেতা মিজানুর রহমান, শাহাদাত হোসেন, মফিজুল ইসলাম, সিদ্দিক হোসেন, সাইফুল ইসলাম, এরশাদ আলী প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে ইউনিয়নের ১৪৩ জন সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে ৩০কেজি করে চাউল প্রদান করা হয়। সেই সাথে পোড়ার বাজারে নির্মানাধীন ডিজিটাল মার্কেটের ভবণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here