গৌরীপুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ইউএনওর মোবাইল কোর্ট পরিচালনা

0
গৌরীপুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ইউএনওর মোবাইল কোর্ট পরিচালনা

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর নিত্যপ্রয়োজনীর পণ্যের অস্বাভাবিক মৃল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে গৌরীপুর পৌর শহরের বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট চালানো হয়েছে।

২১/০৯/২০২৩ ইং বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন। জানা যায়, অভিযানে গৌরীপুর পুরাতন ঝলমল সিনেমা হল সড়কের রাসেল স্টোরকে সড়কে মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ডিমের দাম বেশি রাখার অপরাধে ও মধ্য বাজারে মেসার্স আঁচল বাণিজ্যালয়কে আলুর দাম অতিরিক্ত রাখার কারণে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার আইনে তাদের এ জরিমানা করা হয়। ইউএনও বলেন- সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। পাইকারি ও খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here